ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে বিপুল পরিমানে অস্ত্র তৈরীর সরঞ্জাম ও সামরীক পোষাক সহ তিন আরসা সদস্যকে আটক করেছে র‌্যাব

স.ম ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ ০৪:৪৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার সদরের কলাতলী এলাকার ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রামে অভিযান চালিয়ে  বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জাম ও রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী  আরসার তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

 

নির্ভরযোগ্য তথ্যের প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল ৩১ ডিসেম্বর সকাল ৯ টায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরসা’র লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহ’সহ তিনজন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।   এ সময় তাদের কাছ থেকে ৪.৯ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৫ পিস ককটেল, আইডি তৈরীর সরঞ্জাম, ১.৫ কেজি মারকারী, ০১টি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ০৯ বান্ডিল সামরিক বাহিনীর ন্যায় পোষাক তৈরীর কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লোভস, নগদ ২,২৯০/- টাকা, ০২টি মোবাইল এবং ০১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হল- হাফেজ রহমত উল্লাহ (৩৫), পিতা-মৃত আবুল কাশেম, ক্যাম্প-৩, ব্লক-এ/০২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প,  উখিয়া, কক্সবাজার।

মঞ্জুর আলম (২৩)*, পিতা-মোঃ নুরুল ইসলাম, ক্যাম্প-৫, ব্লক-ই/৬, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার ও নুরুল ইসলাম (২৫)*, পিতা-কামাল হোসেন, ক্যাম্প-৫, ব্লক-বি/৪, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।

 

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাফেজ রহমত উল্লাহ জানায় যে, সে আরসা প্রধান এবং সামরিক শাখার প্রধানের ডিমান্ড অনুয়ায়ী বিভিন্ন উৎস হতে লজিষ্টিক সরঞ্জামাদি বিশেষ করে আরসার জন্য ইউনিফরম এর কাপড়, শীত বস্ত্র, রেইন কোট, বুট জুতা, মোজা, বেল্ট, ক্যাপ, ব্যাগ এবং বোমা ও মাইন বানানোর জন্য হাইড্রোজেন পার অক্সাইড, মারকারী (পারদ), ফোম, টর্চ লাইট, ব্যাটারী, ব্যাটারীর ক্যাপ, ইলেকট্রিক তার, ইলেকট্রিক ক্লিপ, ছোট টেবিল ঘড়ি, ছোট লাইট, লোহার রড, সিমেন্ট, ছোট লোহা, পাইপ, কাচঁ সহকারে নানান ধরনের বোমা ও মাইন তৈরীর সরঞ্জামাদি সংগ্রহ করতো এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে তা জমা রাখতো। পরবর্তীতে আরসার সেকেন্ড-ইন-কমান্ড খালেদের নির্দেশনা অনুয়ায়ী উপরে বর্ণিত সরঞ্জামাদি কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সদস্যদের কাছে প্রেরণ করতো। 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েচে বলে জানান র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।