ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ০৭:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর


ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  বৃহষ্পতিবার থেকে
চিকিৎসকদের বৈকালিক চেম্বার শুরু হয়েছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হলো।

বৃহস্পতিবার বিকাল ৩টায়  বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা কার্যক্রম
উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডা. মোহাম্মদ শফিউর
রহমান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সিভিল র্সাজন ডা.নজরুল ইসলাম,
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ
মাইনউদ্দিন খান মানিক , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যা অধ্যক্ষ আতাউর
রহমান  প্রমুখ ।
প্রথম দিন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন  হৃদরোগ কনসালট্যান্ট ডা.
জিল্লুর রহমান,অর্থোপেডিকস কনসালট্যান্ট ডা.মিজানুর রহমান, শিশু
কনসালট্যান্ট ডা.মানিক মুজুমদার,
 মেডিসিন কনসালট্যান্ট ডা.কায়সার আহাম্মেদ, গাইনী কনসালট্যান্ট
ডা.উম্মেলআরা বেগম প্রমুখ ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৈকালিক স্বাস্থ্যসেবার
আওতায় অফিস সময়ের পর নির্ধারিত ফি’র বিনিময়ে নিজের কর্মস্থলে (সরকারি
হাসপাতালে) বসেই রোগী দেখবেন চিকিৎসকরা। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা
পর্যন্ত হাসপাতালে এ সেবা পাওয়া যাবে। চিকিৎসককে দেখানোর পাশাপাশি এসময়ে
হাসপাতালে বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ থাকছে। তবে এক্ষেত্রেও
নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হবে রোগীকে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এই সেবার জন্য একজন অধ্যাপকের ফি
নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এর মধ্যে ৪০০ টাকা চিকিৎসক পাবেন, সেবা
সহায়তাকারী পাবেন ৫০ টাকা এবং হাসপাতাল পাবে ৫০ টাকা। এছাড়া সহযোগী
অধ্যাপক বা সিনিয়র কনসালট্যান্টের ফি ৪০০ টাকা। এর মধ্যে চিকিৎসক পাবেন
৩০০ টাকা। সহকারী অধ্যাপক বা জুনিয়র কনসালট্যান্ট বা পোস্ট গ্র্যাজুয়েট
ডিগ্রিধারী চিকিৎসকের ফি ৩০০ টাকা, যার মধ্যে ২০০ টাকা চিকিৎসক পাবেন।
এমবিবিএস বা বিডিএস বা সমমানের ডিগ্রিধারী চিকিৎসকদের ফি ২০০ টাকা। এর
মধ্যে ১৫০ টাকা চিকিৎসক পাবেন। বাকি টাকা সার্ভিস চার্জ বাবদ কাটা হবে
এবং চিকিৎসকদের সহায়তাকারীরা পাবেন। এক্ষেত্রে নার্স ও টেকনিশিয়ানরাও
সপ্তাহে দুইদিন করে কাজ করবেন।

গফরগাঁও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষঞ্জ চিকিৎসক থাকায় ও
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত
করতে বৈকালিক এ সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও উপজেলা
স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ  মাইনউদ্দিন খান
মানিক ।
দেশের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের
প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালীন চেম্বার শুরু হয়েছে বৃহষ্পতিবার থেকে।
প্রাথমিকভাবে ১০টি জেলা সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি চিকিৎসকরা রোগী
দেখবেন।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় একযোগে এই হাসপাতালগুলোর সেবা কার্যক্রম
উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। পরবর্তী
সময়ে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে চালু করা হবে