ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ২৩ মার্চ ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ০৬:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯৭১ সালের এ দিনে  প্রথম স্বাধীন বাংলার পতাকা
উত্তোলন করা হয়।
ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্থানীয় গফরগাঁও রেলস্টেশন প্রাঙ্গণে এক
জনসভায় পাকিস্তানি পতাকা পুড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ছাত্র
সংগ্রাম পরিষদ নেতা বেলাল আহমেদ স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিকভাবে
উত্তোলন করেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল আহমেদ পরে মুক্তিযুদ্ধে
অংশ নিয়ে শহীদ হন। গফরগাঁওয়ের তরুণ সংশপ্তক নেতাদের আয়োজনে সেদিনের
জনসভায় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন সংসদ সদস্য আবুল হাসেম  ।
জানা গেছে, ১৯৭১ সালের মার্চে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশে
গফরগাঁও থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহবানে ২৩ মার্চ গফরগাঁও রেলস্টেশন
ময়দানে স্বাধীনতাকামী মানুষের এক জনসভা অনুষ্ঠিত হয়।
সেদিন শহীদ বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আলাল আহমেদ, প্রয়াত আব্দুছ
ছালাম,  বদরুল আলম, আব্দুল গফুর, তৎকালীন দৈনিক ইত্তেফাকের গফরগাঁও
সংবাদদাতা মো.শামছুল হক প্রমুখের সহায়তায় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা এ
জনসভার আয়োজন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাল আহম্মেদ জানান,‘
গফরগাঁওয়ে ওইদিনের সভায় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়
এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের আহবান জানানো হয়।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘ ১৯৭১ এর ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স
ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পরদিন রেডিওতে শোনার পর থেকেই
গফরগাঁওয়ের ছাত্র-জনতা উজ্জীবিত হয়ে ওঠে।সেইসাথে ছাত্র সংগ্রাম পরিষদের
গফরগাঁও শাখা গঠন করা হয় । ’
গফরগাঁওয়ে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনের দিন বিশেষ কোনো কর্মসূচী
না থাকায় ক্ষোভ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের।