মাঠ পর্যায়ে সকলের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে স্যাটেলাইট ক্যাম্পের মাধ্যমে প্রতিমাসে ২৪টি হেলথ ক্যাম্প করা হয়। স্যাটেলাইট ক্যাম্পে মেডিকেল এ্যাসিসটেন্ট এর মাধ্যমে বাংলাদেশের মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধিত ডি ক্যাটাগরির চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে ও বেসরকারি সংস্থা ইএসডিও'র পরিচালনায় মঙ্গলবার দিনব্যাপী শহরের ব্রীজরোড কালিবাড়ী পাড়াস্থ হরিবাসর নাট মন্দিরে স্যাটেলাইট ক্যাম্প পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- ফিল্ড সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, মেডিকেল এ্যাসিসট্যান্ট মাহমুবুবুর রহমান, সুশ্রী রায়,আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট এর রত্না এবং সার্ভিস প্রমোটর রিপন মন্ডল।
তারা বলেন- মাঠ পর্যায়ে সকলের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে স্যাটেলাইট ক্লিনিকে প্রাথমিক সেবা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সদর থানা সংলগ্ন নগর স্বাস্থ্য কেন্দ্র ক্লিনিকে রেফার করা হয়। সেখানে এমবিবিএস ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয় ও খুব অল্প টাকায় সকল ধরনের ল্যাব/ডায়াগনস্টিক এর পরীক্ষা করা হয়ে থাকে।