ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০৭:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ টি প্রতিশ্রুতি দিয়ে মেয়র পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত মত বিনিময় সভা করেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। গাজীপুরের ভাওয়াল উদ্যানে ১৯ টি প্রতিশ্রুতি দিয়ে গাজীপুর মহানগরকে একটি স্মার্ট গ্রীন এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তুলবে বলে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক বাতি, শ্রমিক ও শিল্প বান্ধব, ব্যবসা বন্ধব,নাগরিক সেবা প্রদান, ইভটিজিং ও দর্শন প্রতিরোধ করা,বজ্র থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন করা, প্রত্যেক এলাকায় একটি করে গণকবর, খেলার পার্ক নির্মান, স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা, মশক নিধন, বৃক্ষরোপণ, অস্বচ্ছল, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক মেধাবী ছাত্র-ছাত্রী ভাতা প্রদান, সুপেয় পানি সরবরাহ, সকলের জন্য বাস্তব সম্মত কর নির্ধারণ করা,শান্তির নগরী গড়ে তোলা, শিক্ষা বন্ধব, স্মার্ট নগর ভবন গড়ে তোলা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটি আধুনিক স্মার্ট মিলনায়তন,গাজীপুর সিটি কর্পোরেশনের শুরু ও শেষ সীমানায় তোরুণ নির্মাণ করা । কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী এবং রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা বাসাবাড়ির পানি নিকাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা,নালা-খাল-খনন করা, অবৈধ দখলদারদের উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা করা, সহ মোট ১৯টি প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, আমরা পরম সৌভাগ্যবান হয়েও প্রকৃতির চমৎকার উপহার গাজীপুর মহানগরকে ঠিকমতো ব্যবহার করতে পারছি না। এর জন্য শুধু দায়িত্বশীল কর্তৃপক্ষ নয়, গাজীপুুর মহানগরের নাগরিক হিসেবে সকলেই সমান দায়ী। কারণ আমাদের মধ্যে নাগরিক দায়িত্ব পালনে যথেষ্ট অভাব রয়েছে। আমি নিজেও এই দায় এড়াতে পারি না। আপনাদের সকলের মিলিত প্রচেষ্টায় অতীতের সকল ভুল বিচ্যুতি পরিহার করে গাজীপুর মহানগরকে সর্বাধুনিক বাসোপযোগী বিশ্বমানের উন্নত ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ধারাবাহিক উন্নয়ন সূচীর মূল অঙ্গীকারগুলো জলাবদ্ধতা নিরসন ও প্রতিনিয়ত মশক নিধন প্রোগ্রাম অব্যাহত রাখা এবং হোল্ডিং ট্যাক্সসহ সকল ধার্য্যকৃত কর সহনীয় পর্যায়ে রাখা। গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি সেবামূলক ও কল্যাণ-জনমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাব। ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল। এ সময় গাজীপুর মহানগরের ৮টি থানার ৫৭টি ওয়ার্ডের দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন,তারা নির্বাচনের প্রচারণায় সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।