ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
কক্সবাজার-১

চকরিয়া-পেকুয়ায় ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন নারী পুরুষ ভোট প্রয়োগ করবেন

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) : | প্রকাশের সময় : শনিবার ৬ জানুয়ারী ২০২৪ ০৪:৩৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে ভোটের প্রচারণা শেষ হলেও ভোটারের মাঝে উৎসবের আমেজ চলছে। সব জায়গায় প্রার্থী, মার্কা ও ভোট নিয়ে চলছে সরব আলোচনা। 

 

রবিবার ভোট প্রদানের মাধ্যমে শেষ হবে জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন। কাকে নির্বাচন করলে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষ শান্তিতে থাকবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন।

 

রবিবার (৭ জানুয়ারী) কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৫৮ টি ভোট কেন্দ্রে ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২জন ভোটার তাদের ম্যান্ডেট প্রয়োগ করবেন। 

 

এর মধ্যে নতুন ভোটর প্রায় ৯০ হাজার। এই ভোটাররা প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

 

চকরিয়া-পেকুয়া আসনে ৭ প্রার্থী রয়েছে। এর মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও বর্র্তমান সংসদ সদস্য জাফর আলমের সাথে প্রতিদ্বন্দ্বীতা হবে।  

 

চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা  ইউএনও মো. ফখরুল ইসলাম জানান, ভোট সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিন-রাত টহলে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।

 

এছাড়া প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট রয়েছে। নির্বাচনে অনিয়ম রোধে স্ট্রাইকিং ফোর্স রয়েছে। খবর পেলে তারা ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে জানান তিনি। 

 

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন, ব্যালেট বাক্সসহ সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দেয়া হয়েছে। রবিবার ভোরে ব্যালেট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হবে।