ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় বাজার থেকে পিঁয়াজ উধাও, কেজি প্রতি ৩০০ টাকা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ০৪:৫১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় বাজার থেকে পিঁয়াজ উধাও হয়েছে। অধিকাংশ দোকানে পিঁয়াজ নেই। অল্প পরিমান থাকলেও বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। 

 

শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা কাঁচাবাজারের আশেপাশে কোন দোকানে পিঁয়াজ নেই। কয়েকটি ছোট খুচরা দোকানে দেখা গেলে তা বিক্রি হচ্ছে চড়া দামে। 

 

আশরাফ আলী নামে এক ক্রেতা বলেন, ১২০ টাকায় এক কেজি পিঁয়াজ ক্রয় করতে এসে দাম বেড়ে যাওয়ায় আধা কেজি কিনেছি। তাও ৩০০ টাকা দরে। 

 

প্রতিবেশী দেশ ভারত থেকে পিঁয়াজ রপ্তানী বন্ধের খবরে অধিকাংশ আড়তদার ও মুদি দোকানদাররা পিঁয়াজ সরিয়ে রেখেছেন বেশী দামে বিক্রির আশায়। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 

চকরিয়া বিমান বন্দর রোড় ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম নুরুস শফি বলেন, বেশি দামে পিঁয়াজ বিক্রির অভিযোগ স্বীকার করেন। দাম বেড়ে যাওয়ায় পাইকারী ব্যবসায়ীরা  চট্রগ্রাম থেকে পিঁয়াজ আনা কমিয়ে দিয়েছে।

 

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত-উজজ্জামান বলেন, বেশী দামে পিঁয়াজ বিক্রি করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।