ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার ভুমি লুটপাট করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ১২:০৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

দুর্নীতি ও সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রাম ওয়াসার ভুমি লুটপাটের প্রতিবাদে অদ্য বিকাল ৩টায় চট্টগ্রাম ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়ন রেজি. নং- ৩৪-এর সভাপতি, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল ইসলাম এর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতি তার বক্তব্যে বলেন, কতিপয় দূর্নীতিবাজদের মধ্যে রুহুল আমিন, রিজুয়ান, হোসেন (দুলাল), জাকারিয়া, জমির খান মিয়াজী, খোরশেদ- আউট শোর্সিং, মোহাং সেলিম উল্লেখযোগ্য। তারা দি ওয়াসা এমপ্লয়িজ কো- অপারেটিভ সোসাইটি লি: রেজি. নং ৩১৮ এর কোন সদস্য নহে। কিন্তু তারা ফেইসবুক ও ব্যানার ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে নামমাত্র অত্র সংগঠনের কমিটি দেখিয়ে চট্টগ্রাম ওয়াসার অন্তর্ভুক্ত ভ‚মি দখল করেন। পরবর্তীতে উক্ত ভূমির উপর অবৈধভাবে দোকান নির্মাণ করে প্রতিটি দোকান ৫ থেকে ৬ লক্ষ টাকা করে বিক্রি করে। নিজেদের স্বার্থ তরান্বিত করার জন্য তারা কো-অপারেটিভ রেজি. নং- ৩১৮ এবং সিবিএ, নন সিবিএ কোন সংগঠনের সাথে সম্পর্ক নেই। তারা উর্ধ্বতন দুর্নীতিবাজ কর্তৃপক্ষের সেইভ গার্ড হিসেবে আছে বলে এ ধরনের অপকর্ম করতেছে। কেননা দুর্নীতিবাজ কর্তৃপক্ষের আশ্রয় না হলে ওয়াসার বিভিন্ন স্থানে পাকা দোকান নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা আদায় করা কখনও সম্ভব নয়। তিনি আরো বলেন, এই ধরনের দুর্নীতিবাজ সন্ত্রাসীদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন, দি ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লি: রেজি. নং ৩১৮ এর নির্বাচিত সভাপতি শামিমুল কিবরিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন, পরিচালকদ্বয়ের মধ্যে আবদুর শুক্কুর, সাইফুদ্দিন, জামাল উদ্দীন, সাহাদাৎ হোসেন, আবদুল আজিজ প্রমুখ। সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয় বলেন, দি ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লি: রেজি. নং ৩১৮ এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল ইসলাম তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্র প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ঐ সমস্ত দুর্নীতিবাজরা চট্টগ্রাম ওয়াসার ভ‚মি যেমনি লুটপাট করছে, ঠিক তেমনি কো-অপারেটিভ সোসাইটির দোকানও লুটপাট করিতেছে। উল্লেখ্য যে, ফেইসবুক ও ব্যানারে প্রকাশিত কমিটি বিরুদ্ধে মামলা চলমান যার মামলা নং- ১ম সহকারী জজ আদালত মামলা নং- ৯১/২২ ও উচ্চ আদালত মামলা নং ৬৭৯/২১।