সংগঠনের মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন চবির ডিন কমিটির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চবির সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল। বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহ-সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদকম-লীর সদস্য আবদুল মালেক খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ঊষালগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বর দখলদার বর্বর পাকিস্তান সেনাবাহিনী এদেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় প্রথম শ্রেণির বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেয়া। তিনি মুক্তিযুদ্ধে বাঙালি গণহত্যার অবিলম্বে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘের প্রতি দাবি জানান।