ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-১৫: নদভীর নৌকা মোতালেবের ঈগল

জোবাইর বিন জিহাদী, (সাতকানিয়া) : | প্রকাশের সময় : সোমবার ১৮ ডিসেম্বর ২০২৩ ০৮:২৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাত সংসদ সদস্য পদপ্রার্থী।আসনটিতে নৌকা প্রতীকে লড়বেন নদভী অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীকে লড়বেন সিআইপি।

 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

 

আসনটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে ও তার প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি লড়বেন ঈগল প্রতীকে।

 

একাধিক প্রার্থী থাকলেও মূলত হাড্ডাহাড্ডি লড়াই চলবে নদভী মোতালেবের এমনটাই মন্তব্য সর্বসাধারণের।দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে লড়বেন আবু রেজা নদভী।অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাতকানিয়া উপজেলা সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবেরও রয়েছে এলাকায় শক্ত অবস্থান।হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিততে মাঠে-ময়দানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উভয়েই।সাধারণ মানুষের মন্তব্য নদভী মোতালেবের লড়াইয়ে জমে উঠবে আসনটির নির্বাচন পরিস্থিতি।

 

এছাড়াও আসনটিতে অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীক,বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি প্রতীক,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ছালেম লাঙ্গল প্রতীক,ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন মিনার প্রতীক,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মোঃ জসিম উদ্দিন ছড়ি প্রতীক বরাদ্দ পায়।