ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
স্বস্তিতে নেই মহাজোটের প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনে ত্রিমুখী লড়াইয়ে আভাস

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী : | প্রকাশের সময় : বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:০২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জোটের প্রার্থী জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠের অস্বস্তির কারণ হয়েছে স্বতন্ত্র প্রার্থীরাই। আগে জোটের সঙ্গে সমঝোতায় ছিটকে পড়েছে আওয়ামী লীগের বর্তমান সাংসদ। তবে স্বতন্ত্র হিসেবে মাঠে মহানগর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ আবদুস ছালাম কেতলি প্রতীকে ও কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী ফুলকপি প্রতীকে মাঠে থাকায় স্বস্তি নেই জাপা নেতা সোলাইমান আলম শেঠের। জয়ের ব্যাপারে আশার কথা জানিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এ তিন প্রার্থী। তবে ভোটাররা বলছেন, পিছিয়ে পড়া উপজেলা সামনে এগিয়ে নিতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করা হবে।

 

চট্টগ্রাম নগরীর সবচেয়ে কাছের উপজেলা বোয়ালখালী। কিন্তু একমাত্র কর্ণফূলী নদী নগরী থেকে এই জনপদকে আলাদা করেছে। এখনো ফেরীর ওপর নির্ভরশীল যোগাযোগ ব্যবস্থা। তাই এলাকাবাসীর একমাত্র চাওয়া পুলসিরাত খ্যাত কালুরঘাটে সড়ক সেতু।

 

বর্তমান সরকারের উন্নয়নের মহাযজ্ঞে আশপাশের উপজেলা উন্নয়নের জোয়ারে ভাসলেও, শহরতলীর এই উপজেলা চরমভাবে অবহেলিত। তাই বুঝে শুনে ভোট দিতে চায় বোয়ালখালীবাসী।

 

সাংসদ মোসলেম উদ্দিনের মৃত্যুর পর উপনির্বাচনে নির্বাচিত হয়ে মাত্র ৮ মাসের জন্য সংসদ সদস্য হন আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ। এবার মনোনয়ন পেলেও শেষ মুহুর্তে মহাজোটের সঙ্গে হিসেব মেলাতে জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠকে ছাড় দিতে হয় তাকে।

 

দলীয় সিদ্ধান্তে ব্যালটে নৌকা না থাকলেও কেতলি প্রতিক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম। সিডিএ’র চেয়ারম্যান থাকা কালে নেয়া বড় বড় প্রকল্প দেখিয়ে কালুরঘাট সেতু বাস্তবায়নের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

এছাড়া ফুলকপি প্রতীকে ভোট যুদ্ধে সমবেত হয়েছেন আরেক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী। তিনি জন্মভূমি বোয়ালখালী পরিচয় তুলে ধরে আশা-আকাঙ্ক্ষার বাণী শুনিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে।

 

মহাজোটের প্রার্থী সোলাইমান আলম শেঠ চট্টগ্রাম ও খাগড়াছড়িতে একাধিকবার নির্বাচন করায় ভোটের মাঠে পাকা খেলোয়াড় হলেও এই আসনে প্রথমবার লড়ছেন তিনি। তাই আওয়ামী লীগ সরাসরি ভোটযুদ্ধে না থাকলেও প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থী ভাবাচ্ছে তাকে।

 

বোয়ালখালী ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫৭২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হয়েছেন ১০জন।