চট্টগ্রাম প্রেসক্লাবে আজ বিকাল ৪ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে "জাতীয় শিক্ষাক্রম-২১ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।"
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি দীপা মজুমদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রিপা মজুমদারের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী সমাবেশে গণস্বাক্ষর সংগ্রহ উদ্বোধন করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শ্রদ্ধেয় ডঃ মাহফুজুর রহমান,অভিভাবক মাসুদ খান মুন্না,শেখ মাসুদ, আয়েশা আক্তার।
বক্তারা বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেয়া চলবে না। প্রতি ক্লাসে লিখিত পরীক্ষা চালু করতে হবে এবং পাশ-ফেল প্রথা তুলে দেয়া চলবে না। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না। নতুন এই শিক্ষাক্রম শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ বাড়িয়ে দিবে। তাই অবিলম্বে এই শিক্ষাক্রম বাতিল করে বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক, একই ধারার শিক্ষাক্রম চালু করার দাবি জানান।
বক্তারা জাতীয় শিক্ষাক্রম- ২০২১ বাতিলের দাবিতে এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানকে স্বাগত জানিয়ে সবাইকে তীব্র শিক্ষা রক্ষার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।