ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ ডিসেম্বর ২০২২ ০৬:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোবাইল ব্যবসায়ী জনি হত্যা মামলার একমাত্র ও প্রধান আসামি সজীব আহমেদ অপুকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গতরাতে সোমবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া জেলার মনহরদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতার সজীব আহমেদ অপু হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
 
র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রাসেল জানান, মোবাইল ব্যবসায়ী জনি হত্যা মামলার পর থেকেই র‍্যাব আসামি গ্রেফতারে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে অপু কুষ্টিয়া জেলার মনহরদি গ্রামে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। 
 
উল্লেখ্য, জেলার হরিণাকুন্ডু উপজেলা বাজারে নিহত জনির মোবাইলের দোকান আছে। অপু কয়েকদিন আগে ওই দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল বাকিতে ক্রয় করে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে আসামি অপু দোকানে ঢুকে জনিকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।