ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১২:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
 
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার হোসেন (৫০) ও তার স্ত্রী পারভীনা খাতুন (৪৫)।
 
আহতরা হলেন- ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন। 
 
স্থানীয়রা জানান, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সব যাত্রী রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলের মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় অন্য চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুত্বর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।