ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০৯:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা ৪২-৩২ পয়েন্টে কালিহাতী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-পরিষদের আয়োজনে সৃষ্টি শিক্ষা পরিবারের সহযোগিতায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সরকার মোহাম্মদ কায়সার। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় মঞ্জুরুল হক মন্টু ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। টাঙ্গাইল আউটার স্টেডিয়ামের চার পাশে প্রচুর দর্শকের সমাগম ঘটে।