ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

দূর্নীতির আখড়া কুষ্টিয়া ধরমপুর ইউনিয়ন ভূমি অফিস

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ০১:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর


জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া কোন কাজ হয়না। নিরীহ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইউনিয়ন ভূমি আফিস হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভূমি উন্নয়ন কর আদায়, টেরী-ফেরী ভুক্ত বাজারের অস্থায়ী একসনা লিজ নবায়ন, অর্পিত সম্পত্তি নবায়ন, জমির মিউটেশন করা, কৃষি খাস জমি বন্দবস্ত কোন কাজে নেই টাকার লেনদেন।

সোমবার সকালে ভেড়ামাড়া উপজেলার সাতবাড়ীয়া মৌচাক মোড় এলাকার আমেনা খাতুন অভিযোগ করে বলেন, ভূমি কর পরিশোধ করতে গেলে প্রথমে ২৭০০ টাকা দাবি করেন ধরমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনিছুর রহমান। পরে  ১৫০০ টাকা নেওয়া হলেও রসিদ দেয়া ৯৮০টাকার।

গরিব রিক্স চালকের স্ত্রী আমেনা খাতুনের কাছে থেকে নেওয়া বাকী টাকা কোথায় গেলো জানতে গেলে ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যায়নি আনিছুর রহমানকে। স্থানীয় বলেন, ধরমপুর ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া কোন কাজ করে না। আগে টাকা পরে কাজ। টাকা না দিলে সেই মানুষকে ঘুরিয়ে ক্লান্ত করে দেয়,তবুও কাজ করে না।
এমন অনেক অভিযোগ সহ নানা অভিযোগ রয়েছে
আনিছুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এই ব্যক্তির অপসারন দাবি করেন।