ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে কোচিং মাফিয়ারা: সুজন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ ০৮:০৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

নতুন শিক্ষাক্রম নিয়ে কোচিং মাফিয়ারা অপপ্রচার চালা”েছ বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩ইং) সকালে দারুল উলূম কামিল মাদরাসায় ২০২৪ সালের বার্ষিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।

 

 

 

এসময় সুজন বলেন নতুন শিক্ষাক্রম নিয়ে দেশে অপপ্রচার চালা”েছ কোচিং মাফিয়ারা। তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে তারা দেশব্যাপী বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়া”েছ। এদের অপপ্রচার থেকে সজাগ থাকার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই মাদরাসা শিক্ষা ব্যাপক প্রসার লাভ করতে শুরু করে। মাদরাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে অর্ন্তভুক্ত করে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের অবারিত সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি মাদরাসায় শেখ রাসেল আই.টি ল্যাব ¯’াপনের মধ্য দিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন ভবন তৈরী, শিক্ষক নিয়োগ এবং নতুন নতুন বিষয় সংযোজনসহ নানাবিধ সুযোগ সুবিধার মধ্য দিয়ে মাদরাসা শিক্ষাকে আলোকিত করা হয়েছে। মাদরাসা শিক্ষায় ব্যাপক পরিবর্তনের মূল কারিগর হ”েছন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আগামী নতুন বছরের শিক্ষা কারিকুলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার অনুরোধ জানান। পাশাপাশি মাদরাসার অভূতপূর্ব সাফল্যের জন্য শিক্ষকদেরও ধন্যবাদ জানান মাদরাসা গর্ভনিং বডির সভাপতি। আগামী ১লা জানুয়ারি থেকে পুরোপুরিভাবে মাদরাসার শিক্ষা কার্যক্রম চালুর আহবান জানান তিনি। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে মাদরাসা শিক্ষার্থীদের স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে তোলারও আহবান জানান খোরশেদ আলম সুজন। মাদরাসা অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গর্ভনিং বডির সদস্য ড. মুহাম্মদ নুর হোসাইন। এসময় অন্যান্যদের মধ্যে মাদরাসার সর্বস্তরের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপ¯ি’ত ছিলেন।