দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে এবং ল্যাম্ব- এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিটি) প্রজেক্ট এর সহযোগিতায় “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস “ উদযাপন করা হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার”।
র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উক্ত আলোচনায় সভায় সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার- ডা: শ্যামল কুমার রায় বলেন, “ শারীরিক ও মানসিক মিলেই আমাদের স্বাস্থ্য। সুস্থ্য থাকতে আমাদের দুটোরই যত্ন নেওয়া প্রয়োজন”।
ল্যাম্ব এসিটি প্রজেক্ট ম্যানেজার বিলাস পৌল তিগ্যা বলেন, “শরীর ও মন এই দুটো মিলেই আমরা মানুষ। শরীর ও মন নিয়ে আমরা পূর্নাঙ্গ মানুষ। সুস্থ ওসুন্দর জীবনযাপনের জন্য শরীর ও মন উভয়ের সমানভাবে পরিচরযা প্রয়োজন”।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মীবৃন্দ, কিশোর-কিশোরীবৃন্দ, স্থানীয় সাংবাদিক, প্রজেক্ট স্টাফস্ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।