ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচিত হলে জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিবো-লায়ন এম এম ইউসুফ

মিতু রানী | প্রকাশের সময় : শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ০৫:০৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ আসনে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ। তিনি তার বিজয় নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, আমি যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হই, মিরসরাইয়ের উন্নয়নে মনোনিবেশ করবো। আমি সরকারের উন্নয়ন ধারার সাথে একাত্ন হয়ে সুন্দর ও আধুনিক একটি মিরসরাই সাজাবো।

সংসদ সদস্য প্রার্থী লায়ন এম এম ইউসুফ আরো বলেন, আমি দীর্ঘ দিন শিক্ষকতা করেছি। মানবাধিকার কর্মি  হিসাবেও মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। দূর্নীতি, মাদক নিয়ন্ত্রনে কাজ করছি। সেই সাথে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-এর যে ৫ দফা সেই দফাকে আমি মনেপ্রানে বিশ্বাস করি। মাদক সন্ত্রাস, জঙ্গীবাদ, সর্বগ্রাসী দূর্ণীতি নির্মুল, অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যা আদায়, মিশ্র সরকার ও মিশ্র অর্থনীতি অনুসরন, সম্পদের সুষম বন্টন, কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা, দেশের সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা, আভ্যন্তরীন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজ করছি।  

এই আসনটিতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে মিরস্বরাইয়ের অনেক উন্নয়ন করেছেন। বেকারদের বেকারত্ব দূরীকরনে অনেক ব্যবস্থা নিয়েছেন। আমি নির্বাচিত হলে সরকারের সাথে একাত্ন হয়ে মিরশ্বরাইয়ের অবকাঠামোগত যে সব সমস্যা রয়েছে সেসব বিষয়ে আগে নজড় দিবো। খৈয়াছড়া ও মহামায়ার মতো যত লেক আছে সেসব লেকের মতো অন্যান্য দর্শনীয় স্থানগুলোর আমি উন্নয়ন করবো। 

আমার নির্বাচনী এলাকায় আমার জন্ম। এই আসনের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। তাই যখনই সময়ও সুযোগ পেয়েছি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকাবাসীকে সহায়তা দিয়েছি। পক্ষান্তরে, আমি যতটুকু এলাকাবাসীর প্রতি ভালোবাসা দেখিয়েছি তার চেয়ে অনেক বেশি সহানুভূতি দেখিয়েছে আমার আসনের জনসাধারণ। জনতার অনুরোধেই আমি এমপি মনোনয়ন পত্র পদপ্রার্থী হয়েছি। আমি জানি এই আসনের জনতাই আমাকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবে । এলাকার জনগণ আমাকে সবাই ইউসুফ মাস্টার নামেই চিনেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমি মনে করি সবাই আমাকে ভোট দিবে। আমার আসনের প্রত্যককে বলতে চাই, শেখ হাসিনার উন্নয়নের আর্দশকে অনুসরণ করে আমি আমার নির্বাচিত এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।