নানা কর্মসূচির মধ্যদিয়ে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বেলা ১০টায় বগুড়া জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর বগুড়ার আয়োজনে বগুড়া জিলা স্কুলের গেট থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওসার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী মোঃ আশরাফুল মমিন খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ রুহুল আমিন বাবলু ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।
এর আগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউল হক।
এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিবন্ধী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।