স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও পৌর সেবার মানোন্নয়ের লক্ষে বগুড়ায় যাত্রা শুরু করলো প্রবৃদ্ধি প্রকল্প। বগুড়া পৌরসভার স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে শুরুতেই লাইট ইঞ্জিনিয়ারিং, ফাউন্ড্রী শিল্প, হস্তশিল্প ও সুশাসন নিয়ে কাজ করবে প্রবৃদ্ধি প্রকল্প।
বগুড়ার হোটেল নাজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবৃদ্ধি প্রকল্পের উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা এই প্রকল্পের উদ্বোধন করেন।
সুইসকন্টাক্ট ও স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) যৌথ উদ্যোগে প্রবৃদ্ধি প্রকল্পে যৌথভাবে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার অর্থায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুনুর রশিদ, সুইজারল্যান্ডের দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী, সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া চেম্বার অব কর্মাসের সহসভাপতি এনামুল হক দুলাল, পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে পৌর মেয়র বাদশা বলেন, বগুড়ার অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজন, সুশীল ও নাগরিক সমাজকে সাথে নিয়ে প্রবৃদ্ধি প্রকল্প কাজ করবে। অংশগ্রহণভিত্তিক কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ার অর্থনৈতিক উন্নয়ের পথে বাধাসমূহ নির্মূলের পাশাপাশি দীর্ঘমেয়াদী সম্ভবনার দ্বার উন্মোচিত হবে।
শেষে বগুড়া পৌরসভা ও প্রবৃদ্ধি প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষরিত হয়। সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।