ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১

বরগুনায় ৪র্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর লটারির মাধ্যমে বিতরন

বরগুনা জেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : বুধবার ২২ মার্চ ২০২৩ ০২:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

বরগুনা সদর উপজেলায়  ৪র্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উদ্বোধনী অনুষ্ঠানে লটারি অনুষ্ঠিত।
বুধবার (২২ মার্চ) সকাল  ১১টায় উপজেলা হলরুমে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপ-পরিচালক (ডিডিএলজি)  জালাল উদ্দিন , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল  ইসলাম,  সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ কাওসার হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি ৭ ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন সহ নির্বাচিত  বিভিন্ন ইউপি চেয়ারম্যান
গন,  বিভিন্ন দপ্তর প্রধান ও উপকারভোগী এবং গন্য মান্য ব্যক্তি বর্গ। এ সময়  বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ১৩৬টি ঘরের  গৃহহীন ও ভূমি হীন দের মধ্যে চাবি ও দলিল হস্তান্তর করা হয়। ঘর পেয়ে খুশি বরগুনা সদরের ১৩৬টি পরিবার।