মোঃ সাগর (২৫) হত্যা মামলার অভিযুক্ত মোঃ হৃদয় মিয়া প্রঃ বাবু (২২) কে হবিগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, বিরোধের জের ধরে গত ০৬ডিসেম্বর,২০২৩ বিকাল সাড়ে পাঁচটার দিকে ভিকটিমের বন্ধু জনৈক মোঃ আলম (৩০) এর স্ত্রী রাশেদা আক্তার মনি (২০) মার্কেটে যাওয়ার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন টেক্সটাইল শাহী মসজিদের সামনে পৌঁছিলে অভিযুক্ত মোঃ হৃদয় মিয়া প্রকাশ বাবু (২২) রাশেদা আক্তার মনি (২০) দেখিয়া সাগরসহ তাহার বন্ধুদের সাথে পূর্বের বিরোধের জের ধরে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথাবার্তা বলে। বিষয়টি রাশেদা আক্তার মনি (২০) তাহার স্বামী মোঃ আলম (৩০) কে জানাইলে সে তার বন্ধু সাগরকে জানায়। পরবর্তীতে গত ৬ ডিসেম্বরে সন্ধ্যা অনুমান ৬টার দিকে অত্র মামলার ঘটনাস্থল তথা বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন টেক্সটাইল আতুরার ডিপো বাজারস্থ রেল লাইনের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড এর সামনে মোঃ হৃদয় মিয়া প্রঃ বাবুকে পাইয়া ভিকটিম মোঃ সাগর (২৫) তাহার সঙ্গীয়রা জনৈক মোঃ আলম (৩০) এর স্ত্রীকে কটুক্তি করা নিয়া উভয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত মোঃ হৃদয় মিয়া প্রঃ বাবু (২২) তাহার প্যান্টের পকেট হইতে ১টি টিপ ছোরা বাহির করিয়া ভিকটিম মোঃ সাগর ঘাই মারে এবং এলোপাথারি ছোরাটি ঘুরাইতে থাকে। ঐ সময় অপর ভিকটিম মোঃ সাইফুল ইসলাম আজাদ (২৩) তাহাদেরকে নিবৃত করার চেষ্টাকালে অভিযুক্ত মোঃ হৃদয় মিয়া প্রঃ বাবু (২২) এর ছুরিকাঘাতে সেও গুরুতর আহত হয়। পরবর্তীতে ভিকটিমদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম মোঃ সাগর (২৫) কে মৃত ঘোষণা করেন। অপরদিকে ভিকটিম মোঃ সাইফুল ইসলাম আজাদ (২৩) ও চমেক হাসপাতাল চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ০৭ডিসেম্বর,২০২৩ইং বায়েজিদ বোস্তামী থানার মামলা রুজু হয়। যার নং-০৭।
মামলাটি রুজু হওয়ার পর উপ-পুলিশ কমিশনার (উত্তর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোখলেছুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব পঙ্কজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেনের তত্বাবধানে, অফিসার ইনচার্জ জনাব সন্জয় কুমার সিন্হার নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার এসআই/জসীম উদ্দীন সঙ্গীয় এসআই/মোঃ আজহারুল ইসলাম, এএসআই/মোঃ মেজবাহ উদ্দীন, এএসআই/সৈয়দ আবুল হাশেম এর নিরলস পরিশ্রমে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় খুনের পর হইতে আত্মগোপনে থাকা অভিযুক্ত মোঃ হৃদয় মিয়া প্রঃ বাবু (২২) কে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার দাগনভূঁইয়া থানা এলাকাসহ হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ২৯ডিসেম্বর,২০২৩ সাড়ে তিনটার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর মডেল থানাধীন কাটিয়াদি বাজারস্থ ফজর আলীর বাড়ীস্থ অভিযুক্তের বোনের বাসা হইতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে অভিযুক্ত ঘটনায় নিজের দোষ স্বীকার করেন।