ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বিষাক্ত কেমিক্যাল নদীতে ফেলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ০৪:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শেরপুরের এসআর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টস কোম্পানীর বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ¦্য বাঙ্গালী নদীতে (ফুলজোড়) ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সীমাবাড়ী ও বেটখৈর এলাকার জনসাধারণ।

মঙ্গলবার সকালে বেটখৈর সকাল বাজারে এলাকায় বাঙ্গালী নদীর পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খাঁন, ফুলজোড়া নদী রক্ষা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বাবু, প্রভাষক হাসানুল বান্না সেতু, আহসান হাবিব, হাসিনুর রহমান ও তুষার সাগর প্রমুখ। বক্তারা বলেন, বাঙ্গালী নদীর সুঘাট এলাকায় মজুমদার প্রোডাক্টস ও এসআর কেমিক্যাল দীর্ঘদিন ধরে বিষাক্ত বর্জ্য ফেলে আসছে। এতে করে নদীর বিভিন্ন প্রজাতির মাছ সহ জীব বৈচিত্র মরে পানিতে ফেসে উঠছে। বিষয়টি নিয়ে সুঘাট এলাকার মানুষসহ নদী পাড়ের লোকজন নানাভাবে প্রতিবাদ জানিয়ে আসলেও আজ পর্যন্ত তা বন্ধ হয়নি। এতে নদীর পানিতে যেসব মৎস চাষী খাচা পদ্ধতিতে মাছ চাষ করছেন তাদের মাছসহ নদীর যে নানা প্রজাতির মাছ পাওয়া যেতো সে মাছ মরে মরে ভেসে উঠছে। সরকার কোটি কোটি টাকা খরচ করে নদী খনন করে দেয়ার পর এই নদীতে প্রচুর মাছ হতো। কিন্তু এসআর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টস’র বিষাক্ত বর্জ্য নদীতে ফেলায় তা মরে যাচ্ছে। নদীপাড়ের যে মৎস্য চাষী রয়েছে তারা মাছ ধরতে না পেরে খুব কষ্টের মধ্যে রয়েছেন।     বেটখৈর গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম বাবু তার বাড়ির সামনে নদীতে খাচা পদ্ধতিতে মাছের চাষ করে। কিন্তু নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার কারণে তার প্রায় ৩৮ লক্ষ টাকার মাছ মরে গেছে। গরুর খামার এবং মাছ চাষ করে  সে জীবিকা নিবাহ করতো। বিষাক্ত বর্জ্যে তার মাছ মরে যাওয়ায় সে এথন পথে বসেছে। এছাড়া নদী পাড়ের এমন অনেক ব্যবসায়ী রয়েছেন তারাও ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আগে নদীপাড়ের ক‚লবধূরা নদীতে গোসলসহ নানা কাজ কর্ম করতেন। এখন নদীতে পানিতে আর গোসল করা যাচ্ছে না। নিরুপায় দু’চারজন নদীতে গোলস করলে শরীরে খোসপসরা নানা রোগ বালাই দেখা দিচ্ছে। বর্তমানে নদীর জীব বৈচিত্রসহ প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অবিলম্বে এসআর কেমিক্যাল ও মজুমদার প্রোডাক্টস’র বিষাক্ত বর্জ্য ফেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।