ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৭৪ পরিবার

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : বুধবার ২২ মার্চ ২০২৩ ০৪:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আরও ১৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত ঘর পেয়েছেন। বুধবার প্রধামন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী মাধ্যমে দেশ ব্যাপী গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর মুক্তাগাছার ১৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির দলিল এবং চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগিদের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিন মুক্তাগাছা উপজেলার ১৭৪টি ভ‚মিহীন পরিবার তাদের স্থায়ী ঠিকানা পান। এদের মধ্যে দুল্লা ইউনিয়নে ৪৪টি, তারাটি ইউনিয়নে ১৭টি, কুমারগাতা ইউনিয়নে ১৬, মানকোন ইউনিয়নে ১৩টি, ঘোগা ইউনিয়নে ৬৫টি এবং পৌরসভায় ১৭টি ঘর রয়েছে।