চট্টগ্রামের শেরশাহ এলাকায় আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে বায়েজীদ বিআরটিসি ডিপোর একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে আব্দুর রহমান (২২) নামে এক ছেলে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় সাধারন মানুষেরা দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।
জানা যায়, আহত আব্দুর রহমান নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো জাঙ্গাল পাড়ার মোহাম্মদ সাব্বির হোসেনে ছেলে।
এই দূর্ঘটনার স্হানীয় সিসিটিভি ফুটেজের ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, বিআরটিসির ট্রাক ড্রাইভারটি অবহেলার সাথে গাড়ি চালিয়ে লিংক রোডের দিকে যাচ্ছিল। লিংক রোডে মোড় ঘুরার সময় আব্দুর রহমানকে দাড়ানো অবস্হায় মেরে দেয়। সে সাথে সাথে রাস্তায় পড়ে যায়। বিআরটিসির ট্রাকটি না থেমে দ্রূত সেখান থেকে পালিয়ে যায়। আহত আব্দুর রহমানকে মানুষ রাস্তা থেকে তোলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার ডানপায়ের চারটি আঙ্গুলই কাটতে হবে বলে জানান।
এ বিষয়ে তার ছোট ভাই আবির জানান, আমরা বায়েজীদ ডিপোর ম্যানেজার(অপারেশন) মফিজ উদ্দিনের কাছে ড্রাইভারের নাম ও গাড়ীর নম্বর জানতে চাইলে তিনি দেননি, তিনি বলেন তিনি জানেননা। আমার ভাইয়ের চিকিৎসা খরচ চাইলে তিনি বলেন, আমি চিকিৎসা খরচ দিবো, আগে তোমরা খরচ কর। পরে রশিদ দেখে দেয়ার ব্যবস্হা করবো। আমরা গরিব মানুষ কোথায় থেকে আমরা এত খরচ চালাবো বললে তিনি বলেন, আমি এখন কি করবো। তার কথায় বুঝতে পারছিনা এখন এই রোগীর এত খরচ কিভাবে চালাবো। এরমধ্য তার ডান পায়ের আঙুলগুলো কাটতে হবে। সে কান্নাজরিত কন্ঠে বলে,আমার ভাই পঙ্গু হয়ে যাবে। কি করবো, কোথায় যাবো।
এ বিষয়ে প্রতিবেদক বিআরটিসির বায়েজীদ ডিপোর ম্যানেজার(অপারেশন) মফিজ উদ্দিন কাছে মুটোফোনে ড্রাইভারের নাম ও গাড়ীর নম্বর জানতে চাইলে তিনি দেননি এবং তিনি বলেন, তিনি জানতে পারেননি। দূর্ঘটনার স্বীকার ছেলেটির বি্যয়ে কি করবেন জানতে চাইলে, তিনি বলেন আমরা বিষয়টা দেখছি।