ফটিকছড়ি সুন্দরপুর, সামাজিক সংগঠন 'সবুজ ছায়া আদর্শ সংঘের' উদ্যোগে ২দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
প্রথম দিবস শুক্রবার (৮ ডিসেম্বর) ১তম অধিবেশন মহিলা দাওয়াতে খায়র মাহফিলের মাধ্যমে শুরু হয়। দ্বিতীয় অধিবেশন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, ইব্রাহিম খলিল ও মাহফিল কমিটির আহ্বায়ক জুবায়েদ হোসেন বাবরের যৌথ পরিচালনায়, ১ম দিবস নাত কনসার্ট মাহফিলে সভাপতিত্ব করেন, গাউসিয়া নূরানী হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো: মুসলেহ উদ্দিন।
প্রধান অতিথি ভারচুয়ালি বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি গ্লোবাল শাখা (সুন্দরপুর) সভাপতি সাহাব উদ্দিন বাপ্পু, নাত পরিবেশন করেন বাংলাদেশের সুপরিচিত নাত'খাঁ শায়ের মো: তারেক রেজা কাদেরী, শায়ের মো: তানভির হোসেন তারেক, ও শায়ের মুহাম্মদ সাইমুন রেজা।
দ্বিতীয় দিবস শনিবার (৯ ডিসেম্বর) সম্মেলনে দক্ষিণ সুন্দরপুর পাচঁপুকুরিয়া এবতেদায়ী মাদরাসার শিক্ষক মাওলানা আবু নাছের আনসারীর সভাপতিত্বে। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (উত্তর) উপজেলার যুগ্ন-সাধারন সম্পাদক, এডভোকেট হামিদুল্লাহ, প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি পল্লী চিকিৎসক সমিতির, সাধারণ সম্পাদক, ডা. মিজানুর রহমান, এ সম্মেলনে আলোচনায় অংশ গ্রহণ করেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (উত্তর) উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মাওলানা আবদুল্লাহ আল মাছউদ কাদেরী।
এবং কক্সবাজার হজরত জংলী পীর (রা:) মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্টাতা প্রধান মাওলানা আব্দুল আজিজ রেজভী, ও মোস্তফা (সাঃ) জামে মসজিদের খতিব মাওলানা মোরশেদুল আলম কাদেরী।
সবশেষে মিলাদ কিয়াম ও বিশ্বের মুসলিম উম্মাহ্ শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ২দিন ব্যাপী মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।