চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে উপজেলার দেওয়ানহাট, দেওদিঘী, জোটপুকুরিয়া, ফুলতলা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় চার দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে খুইল্যা মিয়ার ছেলে জহিরকে তিন হাজার টাকা,হারুনুর রশিদের ছেলে ইলিয়াছকে দুই হাজার টাকা, বিপীন বিহারি তালুকদারের ছেলে প্রদীপ তালুকদারকে এক হাজার টাকা, আলতাব মিয়া মিয়া আব্দুল মাবুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসন।