নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক নেতা বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী মো. আব্দুল মতিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্নীয় উৎসব পালন করেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন- সে জন্য সরকার প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরাও প্রতিটি মন্ডপ ঘুরে ঘুরে খোঁজ-খবর নিচ্ছি। তাদের সহযোগিতা করছি।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দির পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় এডভোকেট আব্দুল মতিন আরও বলেন, এ দেশে কিছু লোক আছে যারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করছেন।
এ সময় রামেশ্বরপুর বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি নিশ্চিন্ত কর, সাধারণ সম্পাদক জীবন দত্ত, স্বমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক পূজন বিশ্বাস, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রেজা মোহাম্মদ মাহবুব টিপু, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হুমায়ূন কবীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামান, উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক আফজাল হোসেন মুকুলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এডভোকেট আব্দুল মতিন তার ব্যক্তিগত তহবিল থেকে পূজামন্ডপ কমিটির নেতাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
পরে এডভোকেট আব্দুল মতিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রামেশ্বরপুর গ্রামের অপর একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের আরও একটি পূজামন্ডপ পরিদর্শন করেন।