ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাড়ালেন চসিক কাউন্সিলর আবদুস সবুর লিটন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ০৬:১৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র আবদুস সবুর লিটন স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাড়ালেন। তিনি আজ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমি বঙ্গবন্ধু আদর্শের অনুসারী হিসেবে কখনো আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাইরে যাইনি। এবারের সংসদ নির্বাচনেও আমি নৌকা প্রতীকের বাইরে যাবো না। তাই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শেখ হাসিনার কর্মী হয়ে পাশে থাকতে চাই। সবাই তো আর মনোনয়ন পায় না, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমি মনে করি. প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক। বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোনো দিনই প্রার্থী হতে পারি না।  
তিনি বলেন, শেখ হাসিনা নৌকা যাঁকে মনোনয়ন দিবেন আমি তার পক্ষেই কাজ করবো। জননেত্রী শেখ হাসিনার যেকোনো আদেশই মেনে নেব, এই ব্রত নিয়েই তো বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। তাই এবার নির্বাচনে আমি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলাম। যেহেতু নৌকা পাইনি সেহেতু নির্বাচন করছি না। কোনো ব্যক্তির জন্য নায় নৌকার জন্য মাঠে থাকব।  রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আদর্শ থেকে কখনো বিস্মৃত হয়নি। আমিতো লীগের মনোনয়ন ফরম কিনেছিলাম। প্রধানমন্ত্রীর  সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।  এখানে আখতারুজ্জামান ফ্লাইওভার, এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মিরসরাইয়ে বঙ্গবন্ধু ইকোনোমিক জোনসহ মেলা অনেক গুলো মেলা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামীতে আমি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাই।