ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

হরিপুর উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন ঘোষণার লক্ষে প্রেস ব্রিফিং

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০৬:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সর্বপ্রথম ভূমিহীন, গৃহহীন ও অসহায় ছিন্নমূল মানুষের পুর্ণবাসন কার্যক্রম শুরু হয়।এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমুলক উন্নয়নের মডেল সামনে এনে সারাদেশে গৃহহীন ও ভূমিহীন মানুষকে পুর্ণবাসনে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন।এই প্রকল্পের আওতায় হরিপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৫৩৬ টি, দ্বিতীয় পর্যায়ে ৪০০টি, তৃতীয় পর্যায়ে ৩৮০ টি ঘর নির্মিত হয়।  আশ্রয়ণ প্রকল্প গুলোতে ১৭ টি যুব উন্নয়ন সমিতি গঠন করা হয়। আশ্রয়ণ প্রকল্পে সংযোগ সড়ক পাকাকরণে  ১৩ কিঃ মিঃ রাস্তা অর্থ ছাড়করণের জন্য  প্রেরণ করা হয়েছে মর্মে এমনটাই প্রেস ব্রিফিং এ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম শরিফুল হক, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হরিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মোঃ জিয়াউল হাসান মুকুল ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও হরিপুর  উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  বাবু নগেন কুমার পাল। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।