দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও মাত্র দুই দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। ফলে খুচরাতেও বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় ভারত থেকে কম আমদানি হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছে ভোক্তারা।
বর্তমানে নাসিক ও ইন্দোর জাতের ভারতীয় পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা দরে। যা গেল দুই দিন আগেও বিক্রি হয়েছে ৩০-৩২ টাকা কেজি দরে। ইন্দোর জাতের পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হলেও এখন ৩৫-৩৬ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এদিকে দেশীয় পেঁয়াজের দাম বেড়ে ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর একারণে খুচরা বাজারে কেজিতে ৮-১০ টাকা বেড়ে বেচা-কেনা হচ্ছে সব ধরণের পেঁয়াজ।
এদিকে হিলি স্থলবন্দরের কর্মকর্তারা জানান, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। গত সপ্তাহে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।