ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

১৪ দলের নয়, ওয়াকার্স পার্টির মনোনিত প্রার্থী ইয়াসিন - হাফিজ উদ্দিন

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঠাকুরগাঁও -৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। তবে আওয়ামীলীগ বা ১৪ দলের মনোনীত প্রাথী কেউ নয়, ওয়াকার্স পাটির মনোনীত প্রার্থী হাতুড়ি মার্কার প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী৷ মহাজোট কাউকে এভাবে মনোনয়ন দেননি৷ 
 
ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলার পীরগন্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি৷ 
 
হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, ঠান্ডা হওয়ার কারনে ভোটারদের উপস্থিতি কম। তবে ভোটারের উপস্থিতি বাড়বে৷ স্বতঃস্ফূর্ত ভাবে সকলে আমাকে ভোট দেবেন। আওয়ামীলীগ, বিএনপি সহ যত রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন তারা আমার পাশে রয়েছেন৷ 
 
এ বিষয়ে ১৪ দলের মনোনীত হাতুড়ি প্রতিকের প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী বলেন, এটি ভুল কথা। আমার কাছে আওয়ামী লীগের চিঠি রয়েছে আমি দেখাতে পারব৷ আমি ১৪ দলের মনোনীত প্রার্থী। 
 
উল্লেখ্য যে, জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। যার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
 
এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা), জাকের পাটির এমদাদুল হক (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম (টেলিভিশন)।