ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

৭০০ টন সার বহনকারী জাহাজ ডুবল কর্ণফুলীতে, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ০৬:৩০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ৭০০ টন সার বহনকারী এমভি মাকসুদা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবল। এ ঘটনায় আজিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

 

 সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে এ জাহাজটি ডুবে যায়।

জানা যায়, বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙর করার সময় ডুবে যায়। জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, গতকাল রাতে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙর করার সময় এমভি মাকসুদা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। এসময় জাহাজের ১২ ক্রু সাঁতরে উঠতে পারলেও আজিজুর রহমান নামে আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ও জাহাজটি উদ্ধারের কাজ চলছে।