ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

কেঁদে কেঁদে ভোট চাইলেন ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী সমি

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ২০২৩ ১১:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি কান্না জড়িত কণ্ঠে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করেছেন।
 
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা বাজারে এক পথসভায় তিনি বক্তব্যের এক পর্যায়ে এইভাবেই ভোট প্রার্থনা করেন।
 
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে থেকে সোশ্যাল মিডিয়ায় দেড় মিনিটের মোবাইলে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ে।
 
তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি ভবন করেছি, আমি মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। সবচেয়ে বেশি আমি ঝিনাইদহের মানুষকে হৃদয় দিয়ে ইজ্জত দিয়েছি, আমি সম্মান, আমি মর্যাদা দিয়েছি। আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না। আমার সাথে প্রতরাণা হচ্ছে। আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে। আমি তাদেরকে দুর্নীতি করতে মানা করেছি। আমি বলেছি জিআর, কাবিখা, কাবিটার টাকা দিয়ে দেন। মসজিদের টাকা লুটপাট করেন না। স্কুলের নিয়োগের টাকা খিয়ানত করেন না। আপনাদের বয়স হয়েছে। আপনারাও আমিও মারা যাব। আল্লাহর কাছে আমাদের সবাইকে জাবাব দিতে হবে। আমার ভালো কথা বলার জন্য দীর্ঘ পথ যারা আমাদের সাথে ছিল, তারা আজ আমাদের পরিত্যাগ করেছে। আমি মানুষের টাকা খিয়ানত করিনি। জনগণ আমার সাথে আছে ইনশাআল্লাহ।’