ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

সেন্টমাটিন কোন চিকিৎসা নেই, জীবন ঝুঁকি নিয়ে আসতে হয় টেকনাফ!

শহীদুল ইসলাম সোহাগ,টেকনাফঃ | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১০:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর



দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমাটিন হাসপাতালে চিকিৎসা নেই, জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে আসতে হয় টেকনাফে।

সেন্টমাটিনে সামান্য ডায়রিয়া রোগীর সুচিকিৎসা না পেয়ে জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে আসতে হয় টেকনাফে। গতকাল এক রোগীসহ তার স্বজনেরা জীবনের টেকনাফ হাসপাতালে চিকিৎসা করতে আসেন।

রোগীর অভিভাবক জানায়-সেন্টমাটিন হাসপাতালে ডাক্তার দেখায় ছিলেন। তিনি অভিযোগ করেন, চিকিৎসা তো দূরের কথা, হাত দিয়ে ধরে নাই। দুই টি ওরস্যালাইন দিয়ে পাঠায় দিলো বাসায়,পরে টেকনাফ হাসপাতালে ভর্তি করতে হয়েছে।দ্বীপবাসীর আশা কখন মুক্তি পাবে।

এক ভুক্তভোগীর ফেইসবুক থেকে সংগৃহিত।