ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

অবৈধভাবে বালু উত্তোলন : ১ জনের কারাদণ্ড

এম এস জিলানী আখনজী , চুনারুঘাট : | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০২:১১:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
 
 
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের অন্তর্গত পঞ্চাশ গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 
 
রবিবার (৫ই ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে পঞ্চাশ গ্রামের জাঙ্গাল নামক স্থানের ইজারা বহির্ভূত ফুলছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তৌফিক মিয়া (২৮) , চুনারুঘাট কে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) এর ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সে পঞ্চাশ গ্রামের  আব্দুল শহীদ লিলু মিয়া পুত্র। 
 
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। 
 
অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।