ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

আমানত আত্মসাতের পাঁয়তারায় মাদারগঞ্জ সমবায় কর্মকর্তাকে শোকজ

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : সোমবার ১ এপ্রিল ২০২৪ ০১:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানকে কারণ জানাতে নোটিশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকদের জমানো হাজার কোটি টাকা আত্মসাতের পাঁয়তারার চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে তাকে এ নোটিশ দেয়া হয়। জানা যায়, মাদারগঞ্জ উপজেলায় ১৫-২০ টি ভূঁইফোড় সমিতি কৌশলে সমবায় সমিতির রেজিস্ট্রশন নেয়। এতে ওই সমবায় কর্মকর্তার স্বার্থ জড়িত আছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠেছে। ওই সমিতিগুলো চড়া সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নিকট থেকে অন্তত ৫ হাজার কোটি টাকা আমানত গ্রহণ করে। সম্প্রতি আমানতকারীদের টাকা ফেরত না দিয়েই বিভিন্ন সমিতির পরিচালকরা অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে ওই কর্মকর্তা কোন কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং বিভিন্ন অপকৌশলে তা আত্মসাতের পাঁয়তারা করেন। তাই ক্ষেপে গিয়ে আমানতকারীরা মানববন্ধন-বিক্ষোভ করে। এ খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ পায়। পরবর্তীতে সংবাদ কর্মীদের অনুসন্ধানীমূলক কার্যক্রমে বিভিন্ন লুকানো রহস্য বেরিয়ে আসে। নোটিশের বিষয়ে জানতে মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানের সাথে যোগাযোগ করলে তিনি নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেন। অন্যান্য বিষয়ে জানতে চাইলে তিনি অনাগ্রহ দেখান। জামালপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান জানান, আপনারা এগুলো সবই জানেন। মাদারগঞ্জ উপজেলাতে সমবায়ের রেজিস্ট্রেশনকৃত সমবায় সমিতিগুলো হঠাৎ তাদের কার্যক্রম বন্ধ করে পালাচ্ছে। এর সঠিক কারণ জানাতেই তাকে অফিস আদেশ দেয়া হয়েছে।