ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ক্ষেতলালে সাপের কামড়ে একজনের মৃত্যু

এম রাসেল আহমেদ, জয়পুরহাট : | প্রকাশের সময় : শুক্রবার ১০ মে ২০২৪ ০৪:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাস্পাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি নওটিকা কেশুরতা গ্রামের মৃত মীর বক্স মন্ডলের মেঝো ছেলে মোজাম্মেল হোসেন (৫০)। 

 

জানা গেছে, বৃহস্পতিবার কাচাকুল গ্রামের রাস্তায় শ্রমিক দিয়ে ধান কেটে মাড়াই করার পরে জমির নালার পানি বন্ধ করতে গেলে সাপে কামড় দেয়। এরপর সদর জয়পুরহাট   হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় বগুড়ায় নেওয়ার হলে চিকিৎসাধীন অবস্থায়   তিনি মারা যান।  এই তথ্য নিশ্চিত করেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন পিস এসোসিয়েশন। তারা বলেন, প্রতি বছর দেশে বিষধর সাপের কামড়ে প্রায় শত শত  মানুষের মৃত্যু হয়। আর বেঁচে গেলেও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন অনেকে। সাপে কামড়ালেও তার জন্য সঠিক অ্যান্টিভেনম না পাওয়া এই মৃত্যুহারের কারণ। প্রজাতি ভেদে অ্যান্টিভেনম আলাদা হওয়ার ফলে অনেক ক্ষেত্রে দংশনকারী সাপ চিহ্নিত করা যায় না।