ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ১১৩ গির্জায় শ্রীমঙ্গল-কমলগঞ্জে বড়দিন উৎসব

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা : | প্রকাশের সময় : সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:১৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সবচেয়ে বড় উৎসব খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬৯টি ও কমলগঞ্জ উপজেলার ৪৪টিসহ অন্য উপজেলাগুলোর গির্জায় চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উৎসবে অপরূপ সাজে সেজেছে গির্জাগুলো।

আলপনা একে নতুন করে রং করা, ধোয়ামোছার কাজের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এছাড়াও বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গির্জাগুলো সাজাতে মেয়েরা আলপনা একে সৌন্দর্য বাড়ানোর কাজ করেছে।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সদস্য শাকিল পামথেত বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উৎসব পালন করছি।

সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ৬৭টি গির্জা রয়েছে। সব গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সাধারণত ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে বড়দিনের আগেরদিন পর্যন্ত প্রতিটি গির্জা মণ্ডলীগুলোর আয়োজনে ঘরে ঘরে কীর্তন-প্রার্থনার সভা ব্যবস্থা করা হয়ে থাকে। তবে শ্রীমঙ্গল উপজেলায় বড়দিনের দিন সকাল ১০ ঘটিকায় সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিস্ট ভক্তদের সমাগম হবে শহরতলীর শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর প্রার্থনা সভায়।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। কোনো সমস্যা হবে না। বড় বড় গির্জাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। তাছাড়া বড়দিন অনুষ্ঠান আয়োজনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে।