ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

চুনারুঘাটে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

এম এস জিলানী আখনজী , চুনারুঘাট : | প্রকাশের সময় : বুধবার ১৭ নভেম্বর ২০২১ ১১:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

হবিগঞ্জের চুনারুঘাটে “ওয়েভ ফাউন্ডেশন” এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা বুধবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

 

চুনারুঘাট প্রেসক্লাব সহ সভাপতি মোঃ মহিদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও আজকের পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি কাজী মাহমুদুল হক সুজনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেন, সাইফুর রহমান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তথ্য আপা কর্মকর্তা সোনালী রায় মৌ, মহিলা মেম্বার মিনারা খাতুন, সংবাদকর্মী শংকর শীল, ফুল মিয়া খন্দকার মায়া প্রমুখ। 

 

সভা শেষে সভাপতি মোঃ ফজল মিয়া ও মোঃ সুমনকে সম্পাদক, এফএম ফুল মিয়া খন্দকারকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করে ২৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।