ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ছোট বিষয় নিয়ে যা হয়েছে তা কাম্য নয়- শাবি ভিসি

রাহাত হাসান মিশকাত, শাবি: | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ১২:৫৯:০০ পূর্বাহ্ন | জাতীয়



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ ছোট্ট একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা যা করেছে তা কোনোভাবেই কাম্য নয়।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার বাস ভবনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পুলিশ হয়তো সাউন্ড গ্রেনেড মেরেছে তখন সবাই ছুটাছুটি করছিল। এতে শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের অনেকেই আহত হয়েছে।

হঠাৎ করে এত সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ে ইট পাটকেল ও গুলি করবে এটা বিশ্বাস করা যায় না।

আমরা সবাই মিলে শিক্ষার্থীদের সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছি কিন্তু এত ছোট বিষয় নিয়ে তারা এমন করবে তা কাম্য ছিল না।

 বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় ভিসিসহ শিক্ষকদেরকে লাঞ্ছিত করবে এটা মানা যায়।

তিনি আরও জানান, রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সোমবার দুপুর ১২টার শিক্ষার্থীদের হল খালি করার জন্য নিদের্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা আবার শিক্ষা কার্যক্রম শুরু করবো। শুধুমাত্র ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে কিন্তু অফিসিয়াল কার্যক্রম চলবে"।