ঢাকা, সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

জুড়ীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ৮ জুলাই ২০২৩ ১১:১৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুনের দায়ের করা চাঁদাবাজীর মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে ডিবি পুলিশ।


জানা যায়, মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও পরবর্তীতে চাদাঁ দাবী করার অভিযোগ এনে উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন বাদী হয়ে গত ১৭ জুন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনুসহ ৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াবাজার এলাকা থেকে মৌলভীবাজার ডিবি পুলিশ মতিউর রহমান চুনুকে গ্রেফতার করে।

উল্লেখ্য- পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে মামুনুর রশীদ মামুন গংদের সাথে মতিউর রহমান চুনু গংদের বিরোধ চলে আসছিল। মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি আশরাফুল ইসলাম বলেন, জুড়ী থানায় দায়ের করা মামলার আসামীকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।