ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

ঝিনাইদহ আমেনা খাতুন কলেজে দুর্ণীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ ০৬:৫৪:০০ অপরাহ্ন | শিক্ষা

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার দুর্ণীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ” জনসচেতনতাই পারে দুর্ণীতি প্রতিরোধ করতে”।

দুর্ণীতি দমন কমিশনের সহযেগিতায় ঝিনাইদহ জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে কলেজর অধ্যক্ষ মহিদুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জেলা দুপ্রকের সভাপতি আব্দুল মতিন, সম্পাদক এন এম শাহজালাল, সদস্য শরিফা খাতুন, মোঃ হাফিজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও দুপ্রক’র সহ-সভাপতি আমিনুর রহমান টুকু। মডারেটরের দয়িত্ব পালন করেন কলেজের প্রভাষক সাজ্জাদুল ইসলাম মিটু। বিচারকের দায়িত্ব পালন করেন ঝিনাইদহ দুঃখী মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক এম এ কবীর, মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সাইদুর রহমান ও পৌর মডেল কলেজর প্রভাষক তসলিম উদ্দিন। প্রতিযোগিতায় বিপক্ষ দল  বিজীয় হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের সুমাইয়া খাতুন। অন্যান্য বিতার্কিকরা ছিলেন শারমিন সুলতানা, সামিয়া রহমান, সৃষ্টি খাতুন, আয়েশা খাতুন, মোঃ আল আমিন হুসাইন। বিজয়ী, বিজিত দল এবং শ্রেষ্ঠ বক্তাসহ সকল বিতার্কিককে পুরস্কৃত করা হয়।