ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

এমসি কলেজ তালামীযের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ ০৮:২৭:০০ অপরাহ্ন | শিক্ষা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেদ্বওয়ানুল হক শিমুল বলেন, আমাদের ধর্ম জ্ঞানার্জনকে আমাদের উপর ফরয করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর সাহাবায়ে কেরামদের মধ্যে অধিক চিন্তাশীল ও জ্ঞানীদের বিশেষভাবে মূল্যায়ন করেছেন। জ্ঞানের আলো ব্যতীত কোনো সমাজ-সভ্যতা তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। বিশেষত মনুষ্যত্ব বিকাশের যে প্রকৃত দীক্ষা, সেটি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সম্মিলনে গঠিত একটি বিশেষায়িত শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। শিক্ষা হচ্ছে আলোস্বরূপ; বর্তমানে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন বটে, কিন্তু শিক্ষার যে আলো, সেই আলোটুকুর পরিস্ফুটন পরিলক্ষিত হচ্ছে না। বুধবার দুপুরে সিলেট নগরীর অভিজাত একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম.সি কলেজ শাখা আয়োজিত অনার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

শাখা সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলবাব হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য শোয়েব আহমদ ও সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন। শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ওমরের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ’র সদস্য শেখ শফি উদ্দিন, সংগঠনের এম.সি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা সহ-সভাপতি ফেরদৌস খান, মাহফুজুর রহমান, আব্দুল হক, শাহীনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুহেল আহমদ, জায়দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমদ শিহাব, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক মাহবুবুল করিম মুবিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ।