ঢাকা, সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি মানিকগঞ্জ : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

মানিকগঞ্জে মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলার সময় নিচে পড়ে গিয়ে মাহিয়া আক্তার (১৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বাসস্ট্যান্ডের আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাহিয়া আক্তার মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।

 

মাদ্রাসার শিক্ষিকা শারমিন আক্তার জানান, সকালে ক্লাস চলাকালে মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার ভবনের চারতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা  হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মাদ্রাসার পরিচালক মো. মঈনুদ্দিন জানান, এটি একটি নিছক দুর্ঘটনা। তিন বান্ধবী খেলতে গিয়ে আচমকা পা ফসকে চারতলা থেকে নিচে পড়ে ওই ছাত্রীর মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, মাদ্রাসার ছাদে টিনের বেড়া ছিল। তবে সেটি মজবুত না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।