ঢাকা, বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের হুঁশিয়ারি, নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২২ নভেম্বর ২০২১ ১২:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

নির্বাচনী প্রার্থীরা কেউ ভোটের দিন ভোট কেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে সেই পরিকল্পনা ভুলে যান। কারণ নির্বাচনের ১ দিন আপনাদের, ৩৬৪ দিন আমাদের। নির্বাচনের দিন আপনারা (প্রার্থীরা) ভালো থাকলে, বাকি দিনগুলো একসঙ্গে ভালো থাকব। বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন সভাপতিত্বে ঠাকুরগাও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলার ৩০ জন চেয়ারম্যান, ৬৪ জন সংরক্ষিত মহিলা সদস্য, ২৬৪ জন সাধারণ সদস্য পার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা  ১ লাখ ৪৮ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন। উপজেলার ৮টির সবকটি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।