ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

ডাইনিং-ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় খাবারের আয়োজন করছে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১৯ জানুয়ারী ২০২২ ০১:১২:০০ পূর্বাহ্ন | শিক্ষা



 
ডাইনিং-ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় খাবারের আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করছে সাবেক সাস্টিয়ানরা। এতে প্রতি বেলায় খাবার পাবেন ছয়শ থেকে সাতশ শিক্ষার্থী। মঙ্গলবার রাত থেকে এ আয়োজন শুরু করে।

এসময় খাবারের দায়িত্বে থাকা মীর রানা বলেন, "গত ছয়দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা খাবার না পাওয়া এবং ক্যাম্পাসের ডাইনিং, ক্যান্টন, ক্যাফেটেরিয়া এবং আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। ভার্সিটির গেইট বন্ধ এবং পুলিশের ভয়ে শিক্ষার্থীরা দূরে কোথাও খেতে যেতে পারছে না। আন্দোলন অব্যাহত রাখতে এটা খুব জরুরি ছিল। আমরা ৬০০-৭০০শিক্ষার্থীর প্রতি বেলায় খাবারের আয়োজন করছি। আমরা নিজ উদ্যোগে সবার কাছে খাবার পৌছে দিব। সাবেক সাস্টিয়ানরা আমাদের অনেক সাহায্য করছেন"।


এছাড়াও খাবারের দায়িত্বে আছেন, খন্দকার শিহাব, শুভময় রয়, ইনকিয়াত হাসান অনিক, সৌরভ সংলাপ চাকমা, আরিফুল ইসলাম, নাদের চৌধুরি প্রমুখ।