ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

তৃণমূলে আইনি সহায়তা নিশ্চিতকল্পে মসজিদের খতিব ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মোহাম্মদ সোহেল রানা, স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা বিরাট চ্যালেন্জ। 

এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের সেবকের মত কাজ করতে হবে। তৃণমূলে আইনি সহায়তা কার্যক্রমের প্রচার প্রসার করে এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিকট আইনি সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়াসে সরকার কাজ করছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের সম্পৃক্ততা আবশ্যকীয়। করেছেন।  খতিব ইমামরা সহজেই  সরকারি আইনি সেবার ম্যাসেজ সহজে প্রান্তিক মানুষের নিকট পৌঁছাতে পারেন।  তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। “অসচ্ছলের মামলার ভার, বহন করে সরকার”। আর্থিক ভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিদ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তীতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।  ৩০/১২/২০২৩খ্রিঃ দুপুর ২:০০টায় জেলা লিগ্যাল এইড অফিস, চট্টগ্রামের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ এর সহায়তায় ইমাম প্রশিক্ষণ একাডেমি, হাজী ক্যাম্প, পাহাড়তলী চট্টগ্রামে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের খতিব ও ইমামদের অংশগ্রহণে সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভায় ইমাম প্রশিক্ষণ, হাজী ক্যাম্প, চট্টগ্রাম এর উপ-পরিচালক ড. সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), চট্টগ্রাম। সভায় চট্টগ্রাম এর বিভিন্ন মসজিদের প্রায় একশত খতিব ও ইমাম অংশগ্রহণ করেন। সভায় অন্যান্যের মধ্যে হাজী ক্যাম্প ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তাবৃন্দ, লিগ্যাল ইন্টাণ সুমাইয়া ইসলাম ও লিগ্যাল ইন্টাণ কে এম আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।