ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

দর্শক টানতে প্রস্তুত ঝিনাইদহের বিনোদনকেন্দ্র গুলো

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বুধবার ১০ এপ্রিল ২০২৪ ০৩:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দর্শনার্থীদের বিনোদনের খোরাক যোগাতে নানা প্রস্তুতি নিয়েছে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলো। ঈদের দিন থেকে সপ্তাহব্যাপী দর্শক টানতে নানা প্রস্তুতি নিচ্ছে তারা। ইতিমধ্যে শেষ হয়েছে ধোয়া-মোছা, পরিচর্যা আর নতুন নতুন রাইডার স্থাপনের কাজ। উদ্দেশ্য, গত শীত মৌসুমে কিছুটা দর্শক কম হওয়ায় এবার তা পুশিয়ে নেওয়ার। তাইতো শেষ মুহুর্তে পরিচর্যায় ব্যন্ত বিনোদন কেন্দ্রগুলোর মালিক-শ্রমিকরা।
আয়োজকরা বলছেন, পার্কে এসে যেন দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারে এজন্য সব প্রকার ব্যবস্থা নিয়েছেন তারা। এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক, তামান্না পার্কসহ জেলার ৬ টি বিনোদন কেন্দ্রে এবার আড়াই থেকে ৩ লাখ দর্শনাথী আশা করছেন মালিকরা।